আইএএস ট্রেনি পূজা খেদকরকে নিয়ে দেশজুড়ে তুঙ্গে বিতর্ক। তারই মাঝে ইউপিএসসি (UPSC) চেয়ারম্যানের পদ থেকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৫ বছর আগে পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ মনোজ সোনি। এবার তাঁর জায়গায় ইউপিএসসি নয়া চেয়ারপার্সন বেছে নেওয়া হল প্রীতি সুদানকে।
তিনি ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার। আগামিকাল ১ আগস্ট থেকে প্রীতি সুদান তাঁর পদে যোগ দেবেন। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহল থাকবেন। এর আগে প্রীতি সুদান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদে দায়িত্ব সামলেছিলেন।
জুলাই মাসের প্রথম সপ্তাহেই মনোজ সোনি আচমকা নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। তবে সেই পদত্যাগের আবেদন দীর্ঘদিন আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করা হয়নি। উল্লেখ্য, ২০১৭ সালে মনোজকে ইউপিএসসি সদস্য করেছিল সরকার। ২০২৩-এ ইউপিএসসি-র (UPSC) চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ। এই পদে তাঁর চাকরির মেয়াদ ৬ বছর থাকার কথা ছিল। ২০২৯ সাল পর্যন্ত এই চাকরি থাকলেও তিনি ২০২৪ সালেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে আবেদন জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।
আরও পড়ুন: ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আগস্টের দ্বিতীয় সপ্তাহে যাবেন ঝাড়গ্রাম