কেন্দ্রীয় পোর্টালের (Central Portal)মাধ্যমে রাজ্যের কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়ায় এবার বড় নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর (Higher Education Department)। ইতিমধ্যেই প্রথম দফায় ৪ লক্ষেরও বেশি পড়ুয়া ভর্তি হয়েছেন। এবার পালা নথি যাচাইয়ের। আর সেখানেই পড়ুয়াদের সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করল দফতর। ৩১ জুলাই থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক নথি যাচাই প্রক্রিয়া, চলবে ৬ আগস্ট পর্যন্ত। এই প্রক্রিয়ায় কোনও শিক্ষার্থী উপস্থিত না থাকলে তাঁর ভর্তি বাতিল হয়ে যাবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, যেসব পড়ুয়া নির্ধারিত সময়সীমার মধ্যে কলেজে নথি যাচাইয়ে অংশগ্রহণ করেননি তাঁদের ভর্তি কলেজের তরফে বাতিল করা হবে। এবং সেই ক্যান্সেলেশন সার্টিফিকেট পৌঁছে যাবে সংশ্লিষ্ট পড়ুয়ার কাছে। ভর্তির জন্য জমা দেওয়া ফি নিয়ে পড়ুয়াদের চিন্তার কোনও কারণ নেই। ভর্তি প্রক্রিয়া শেষে ফি ফেরত পাওয়া নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলে, সেই সার্টিফিকেট সংশ্লিষ্ট পড়ুয়াকে জমা করতে হবে। নথি যাচাইয়ের সূচি কী এবং কোন কোন নথি নিয়ে পড়ুয়াকে আসতে হবে, তা কলেজগুলির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।










































































































































