মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপে টলিপাড়ার কালো মেঘ কেটে গেছে। বুধের সকালে শহরের আকাশ মেঘলা হলেও সিনেপাড়ার মেজাজ ঝলমলে। এদিন টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio)ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’- এর শ্যুটিং শুরু হয়েছে। আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হওয়ার কথা আছে। ভারতলক্ষ্মী স্টুডিওতে (Bharatlaxmi Studio) শ্যুটিং সারলেন কাঞ্চন মল্লিক। বিভিন্ন ফ্লোরে ওটিটির কাজও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আজ সিনেমার কোনও কাজ হবে কীনা তা নিশ্চিত নয়। এনটিওয়ান স্টুডিওতে আজ কোরিওগ্রাফার সুকল্যাণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে মহালয়ার বিশেষ শ্যুটিংও শুরু হল।
গত কয়েকদিন ধরে বাংলা বিনোদন জগতে যে অচলাবস্থা শুরু হয়েছিল মঙ্গলবার রাতেই তার যবনিকা পতনের ইঙ্গিত মিলেছিল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee)উপর নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হওয়া জটিলতা থেকে পরিচালকদের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়ে তালা পড়েছিল টলিপাড়ায়। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্যোগ নেন। মঙ্গলবার বিকেল নাগাদ নবান্নে পৌঁছে এক বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় (Prosenjit Chatterjee), দেব ও গৌতম ঘোষ। যেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাসও। সেখানেই সিদ্ধান্ত হয় যে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। রাতের সাংবাদিক বৈঠকে এইকথা জানান সাংসদ – অভিনেতা দেব (Dev)। পরিচালকদের তরফে গৌতম ঘোষ (Goutam Ghosh)জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশন গিল্ডের মধ্যে সমস্যা মিটে যাওয়ার মঙ্গলের রাতেই টেকনিশিয়ান স্টুডিওতে মিষ্টি বিতরণ শুরু হয়। আর বুধের সকাল থেকেই লাইট- ক্যামেরা- অ্যাকশনের চেনা ছবি সিনেপাড়ায়।