স্টারকিড হিসেবে ছোট থেকেই সুহানা খান (Suhana Khan)সকলের কাছে বেশ পরিচিত নাম। গত কয়েকবছরে মডেলিং এবং আর্চিস-এর সৌজন্যে তিনি এখন নিজেই স্টার। যদিও শাহরুখ কন্যার প্রথম ছবি দেখে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু সুহানা এইসবকিছুকে পাত্তা দিতে নারাজ। আপাতত ব্যস্ত বাবার (Shahrukh Khan) সঙ্গে পরবর্তী সিনেমার শ্যুটিং নিয়ে। এর মাঝেই আচমকা ভাইরাল সুহানার হেয়ার ক্লিপ। দাম শুনে আঁতকে উঠেছে নেটপাড়া। শুধু তাই নয় গৌরী কন্যার ব্যাগ দেখেও মাথা ঘুরে যাওয়ার জোগাড়।



সম্প্রতি এক পার্টির কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কিং- তনয়া। সেখানেই সুহানার ক্লিপটি নজর কেড়েছে সকলের।ছবিতে বডিকন ড্রেসের সঙ্গে চুলে চামড়ার একটি ক্লিপ পরেছিলেন সুহানা। দেখতে খুবই সাধারণ কিন্তু দাম জানলে চোখ কপালে উঠবে আপনার। আন্তর্জাতিক ব্র্যান্ড Prada-র ক্লিপটির আনুমানিক বাজারমূল্য নাকি প্রায় ৬০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ৫০ হাজার টাকার বেশি! এখানেই শেষ নয় আলোচনায় রয়েছে শাহরুখ কন্যার ব্যাগও। জানা যাচ্ছে সেটির দাম প্রায় ২৬ হাজার ৫৭০ ডলার, ভারতীয় মুদ্রায় হিসেব করলে দাঁড়ায় ২২ লক্ষ টাকা। এমনিতে সুহানা বরাবরই ফ্যাশন সচেতন। ওয়েস্টার্ন পোশাক হোক বা সনাতনী সাজ কখনই খুব একটা চড়া মেকআপে তাঁকে দেখা যায়না। কিন্তু অ্যাকসেসরিজ নিয়ে বরাবরই শৌখিন তিনি।










































































































































