সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। দিনের শুরুতে কিছটা হলেও সুয্যি মামা নজরে এলেও বেলা বাড়তেই কালো মেঘের দাপট চোখে পড়েছে। তার জেরেই কলকাতা (Kolkata)-সহ রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা নজরে পড়ছিল। তবে গতকাল তেমন বৃষ্টি না হলেও বুধবার সকাল থেকেই হাওয়া পরিবর্তন হয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও।

গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। কোথাও ঝিরিঝিরি তো কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কমবেশি প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। হাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।



হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুরের। তবে বুধবার উত্তরের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।











































































































































