কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশের পর তৃণমূল (TMC)-সহ বিরোধীদের সাঁড়াশি চাপে রীতিমতো কোনঠাসা মোদি সরকার। সংসদের ভিতরে ও বাইরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। মঙ্গলবার বাজেট নিয়ে লোকসভায় জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্মলা তাঁর বক্তৃতায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)তোলা প্রশ্নগুলি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। তার প্রতিবাদেই লোকসভার কক্ষত্যাগ করেন তৃণমূল সাংসদেরা। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার ১০০ দিনের কাজ (মণরেগা) এবং আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারও দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রশ্ন তোলা হয়েছে, বাংলা বিরোধী জমিদাররা কী অভিষেকের খোলা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন তাঁদের সরকারের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে?
The cover has been blown wide open! Yesterday, FM @nsitharaman put up a brave face denying any 'vanchana' of Opposition-ruled states.
But official documents from @FinMinIndia say otherwise: Bengal received ZERO funds under MGNREGS.
Will the Bangla-Birodhi Jomidars dare to… pic.twitter.com/V30DOyTGtN
— All India Trinamool Congress (@AITCofficial) July 31, 2024
তবে এই প্রথম নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় হারার পর থেকেই ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে মোদি সরকার। অভিষেক সাফ জানান, ভোটে জিততে না-পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। চলতি বছরের ১৪ মার্চ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক দাবি করেছিলেন, ২০২১ সালে ভোটে হারের পর থেকে কেন্দ্রীয় সরকার যদি এক পয়সাও ১০০ দিনের কাজে বাংলাকে দিয়ে থাকে, তা হলে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করা হোক। মঙ্গলবার সেই পোস্টের সময় উল্লেখ করে অভিষেক ফের পোস্ট করেন, ‘‘১৩৮ দিন, তিন হাজার ৩১৯ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও শ্বেতপত্র প্রকাশিত হল না।’’ আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পোস্টের রেশ টেনেই বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে মিথ্যাচারের মুখোশ খুলে গিয়েছে। বাজেটে বিরোধী রাজ্যগুলিকে লাগাতার বঞ্চনার পরও জবাবি ভাষণে বাজেটে মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নির্মলা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী মণরেগা প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি।
পাশাপাশি এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও সাংসদ সাকেত গোখলেও মোদি সরকারের বাজেটের তীব্র প্রতিবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথামতো শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। কুণাল এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মুখে যাই বলুন আসল সত্যি সবার কাছে পরিষ্কার। চলতি বাজেটে বাংলাকে মণরেগা প্রকল্পের জন্য এক পয়সাও বরাদ্দ করেনি মোদি সরকার। এটা বিজেপির বাংলা বিরোধীতার নয়া কর্মসূচি। তবে এখন সময় এসেছে শ্বেতপত্র প্রকাশ করে প্রধানমন্ত্রীর বাংলাকে লাগাতার বঞ্চনার কারণ ব্যাখ্যা করার। পাশাপাশি এদিন এক ভিডিওবার্তায় বাংলার দাগী কয়লা মাফিয়াদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর গোপন বৈঠকের স্মৃতি উসকে কুণালের অভিযোগ, দুর্নীতির বিষয়ে তিনিই শেষ কথা বলবেন। তবে সমস্ত মিথ্যাচার ছেড়ে মোদির মন্ত্রীকে ২০২১ সালের পর থেকে বাংলার জন্য আবাস যোজনা ও মনরেগা প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান কুণাল।
FM @nsitharaman can lie all she wants, but the truth is out for all to see: Bengal received NO MGNREGA funds for FY2024-25.
This BETRAYAL by @BJP4India is a testament to their BANGLA-BIRODHI agenda.
PM @narendramodi, time to answer for Bengal's deprivation!#ReleaseWhitePaper https://t.co/tCcrkI2Fhs
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 31, 2024
অন্যদিকে তৃণমূল সাংসদ সাকেত গোখলের অভিযোগ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কিছু না লুকিয়ে এবার মুখ খোলার সময় এসে গিয়েছে। সাকেতের আরও অভিযোগ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই লাগাতার বাংলাকে বঞ্চনা করেছে মোদি সরকার। মণরেগা ও আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর সাকেত জানান, যদি সাহস থাকে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথামতো শ্বেতপত্র প্রকাশ করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
This is very important & Finance Minister @nsitharaman should respond to this if she has nothing to hide.
During the Lok Sabha Elections, our leader @abhishekaitc challenged the Modi Govt to release a White Paper showing whether a SINGLE RUPEE was given to West Bengal under… pic.twitter.com/vySV1UBKCZ
— Saket Gokhale MP (@SaketGokhale) July 31, 2024
তবে তৃণমূল যে এই ইস্যুতে মোদি সরকারকে সবক শেখাতে তৈরি তা দিনের আলোর মতো পরিষ্কার। এদিন মোদি সরকারকে তুলোধনা করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ-সহ অন্যান্যরা।
Caught in a web of their own lies!@FinMinIndia documents show no MGNREGA funds were released for Bengal for FY2024-25 despite FM @nsitharaman’s false claims.
This is how PM @narendramodi’s regime treats Bengal: with contempt and disdain!#ReleaseWhitePaper https://t.co/5vCRh73Gyr
— Bratya Basu (@basu_bratya) July 31, 2024
FM @nsitharaman has been playing a smoke and mirrors game in the Parliament!
But her misleading claim of no 'vanchana' of Bengal has been blown apart: records show Bengal received ZERO MGNREGA funds for FY2024-25.
PM @narendramodi end this charade and #ReleaseWhitePaper! https://t.co/70QOUk2g6e
— Saayoni Ghosh (@sayani06) July 31, 2024
Yesterday, FM @nsitharaman boldly lied about fund allocation to Opposition-ruled states but the official documents tell a different story: Bengal received NO funds under MGNREGA.
This is how @BJP4India rewards states that reject its brand of HATE POLITICS!#ReleaseWhitePaper https://t.co/tkHDYm2dqK
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) July 31, 2024
The lies are unraveling! FM @nsitharaman's claim of no vanchana of Opposition states is a brazen lie.
Official records show ZERO funds for Bengal under MGNREGA. @BJP4India's Bangla-Birodhi agenda has been exposed.
Time for PM @narendramodi to face the truth!#ReleaseWhitePaper https://t.co/AceoSHXujJ
— Dr. Shashi Panja (@DrShashiPanja) July 31, 2024