ক্রিকেট অনিশ্চয়তায় খেলা সেটা সর্বজনবিদিত। কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট যেন আরও বেশি অনিশ্চিত। তা টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল হোক বা শ্রীলঙ্কার মাটিতে আসালঙ্কাদের ৩-০তে দুরমুশ করা। সূর্যের আলোয় উজ্জ্বল কমলা-নীল জার্সিধারীরা। তিন ম্যাচের সিরিজ আগেই পকেটে পড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু শেষ ম্যাচে এত নাটক অপেক্ষা করে আছে সেটা বোধহয় ভাবতে পারিনি ক্রিকেটপ্রেমীরা। তা না হলে ১৩৬ রানের স্কোর নিয়ে ফাটকা খেলার এক্সপেরিমেন্ট এত উত্তেজনার ফিনিশিং উপহার দিত না। এই ক্রিকেট সত্যিই অন্যরকম। ভারতীয় ক্রিকেট খুঁজে পেল গেমচেঞ্জার বোলার রিঙ্কু সিং।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিরল দৃশ্য দেখা গেল। ডাগ আউটে বসে হাসছেন গম্ভীর! ১৩৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। কিন্তু ওয়াশিংটন সুন্দর লংকান বোলারদের সব তালগোল পাকিয়ে দিল। শেষ দুওভারে শ্রীলঙ্কার দরকার ৯ রান। এই অবস্থায় রিঙ্কু সিং বল করতে আসেন। ১৯-তম ওভারে রিঙ্কু তুলে নেন দুটি উইকেট। শেষ ওভারে সিরাজকে বল দেওয়ার পরিবর্তে বোলার সূর্যের আত্মপ্রকাশ ঘটালেন ক্যাপ্টেন স্কাই। রিঙ্কু যখন বল করছেন তখন ক্যামেরা বারংবার ধরে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। বোঝাই যাচ্ছিল তিনি কতটা খুশি হয়েছেন। ম্যাচ গড়ালো সুপার পর্যন্ত। সেখানেও সুন্দর দাপটে ভারতকে সহজ তিন রান তাড়া করতে হলো। এই জয়টা সহজ ছিল।কুশল পেরেরা ৪৬ রান করে ততক্ষণে ক্রিজে জমে গিয়েছেন। মনে করা হচ্ছে তিনিই ম্যাচ জেতাবেন শ্রীলঙ্কাকে। কিন্তু রিঙ্কু চিত্রনাট্য বদলে দেন। বোঝাই যাচ্ছিল ভারতের নতুন কোচ সকলকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে শুধু ব্যাটিং বা বোলিং করলে এই টিমে থাকা যাবে না। প্রয়োজনে সকলকেই অলরাউন্ডার হতে হবে। যদিও খলিল এবং সঞ্জু স্যামসনকে নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় থিংক ট্যাংক।