হেপাটাইটিস বি ও সি দ্রুত পরীক্ষায় নয়া উদ্যোগ। এজন্য পুরসভার বোরো ভিত্তিক পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য ভবন এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরসভার উচ্চ প্রাথমিক হেলথ সেন্টারে উপসর্গ নিয়ে আসা রোগীদের পরীক্ষা হবে। প্রয়োজনে চিকিৎসা হবে। কিন্তু হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বোরো ভিত্তিক হাসপাতালে রোগীকে ভর্তি হতে হবে। এ ছাড়াও সংশ্লিষ্ট বোরো স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে হাসপাতালেকে টেলি মেডিসিনের জন্য যুক্ত করা হয়েছে। ফলে রোগীকে আর সকাল থেকে লম্বা লাইন দিয়ে হাসপাতালে দাঁড়িয়ে থাকতে হবেনা। পাড়ার পুর স্বাস্থ্য কেন্দ্র থেকেই চিকিৎসা করানো সম্ভব হবে।
স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য (পুরসভার ১,২,৩ বোরো স্বাস্থ্য কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। ৪ এবং ৫ নম্বর বোরো এলাকার বাসিন্দারা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রোগী ভর্তি করবেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬,৭,৮নম্বর বোরো এলাকার বাসিন্দারা চিকিৎসা করাবেন। পুরসভার ১০,১১,১২ এবং ১৩নম্বরের বাসিন্দারা টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে যাবেন। পিজি হাসপাতালে ভর্তি হবেন ৯,১৪,১৫ এবং ১৬ নম্বর পুর এলাকার বাসিন্দারা। অর্থাৎ যে বোরো এলাকার বাসিন্দা তিনি হেপাটাইটিস বি ও সি চিকিৎসার জন্য সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে হবে। বস্তুত, হাসপাতালে হেপাটাইটিস বি ও সি রোগীর চাপ কমাতেই এই পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন।
রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলকাতা পুর এলাকায়১৪৪ টি উচ্চ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এগুলিতে হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা হবে। রোগ চিহ্নিত হলে হাসপাতালে রেফার করতে হবে। স্বাস্থ্য ভবনের জন স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা বলছেন কলকাতার মত মেগাসিটিতে বিভিন্ন রাজ্যের ও জেলার মানুষ নিয়মিতভাবে আসে। যেহেতু হেপাটাইটিস বি ও সি অত্যন্ত সংক্রামক, তাই অজান্তেই রোগ সংক্রমিত হয়। কিন্তু রোগের লক্ষণ সহজে ধরা পড়েনা। তাই দ্রুত রোগ চিহ্নিত করাই একমাত্র উপায় রোগ নিয়ন্ত্রনের।
এই কাজের জন্য ১৪৪টি পুর স্বাস্থ্য কেন্দ্রে পজিটিভ রোগীদের তালিকা করতে হবে। সেই তথ্য কম্পিউটার বন্দি করতে হবে। সেই তথ্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে। পুর স্বাস্থ্য কেন্দ্র থেকে তিন মাসের ওষুধ নিখরচায় দেওয়া হবে। এ ছাড়াও এইসব পুর স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট হাসপাতালের টেলি মেডিসিন হবে নিয়ম করে। অভিনব এই চিকিৎসার জন্য পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি ঢেলে সাজানো হচ্ছে।
আরও পড়ুন- রাজ্যের একাধিক দফতরের রদবদল, নয়া শিক্ষা সচিবের দায়িত্বে বিনোদ কুমার