ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার স্মৃতি! দেড় মাসের মধ্যেই ফের রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি

0
2

চূড়ান্ত ব্যর্থতা রেলের (Indian Railways)! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express) দুর্ঘটনার দেড়মাস কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা ফাঁসিদেওয়ার রাঙাপানিতে (Rangapani)। বুধবার সকালে আচমকাই লাইনচ্যুত মালগাড়ির (Goods Train) ২ বগি। তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে মালগাড়ি বেলাইন হওয়ার কারণে আপাতত ওই লাইনে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা। অন্যদিকে, মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। বেলাইন হয়ে যায় ট্রেনের অন্তত ১৮টি কামরা। তবে লাগাতার ট্রেন দুর্ঘটনায় একেবারেই নজর নেই মোদি সরকারের। বুধবার সংসদে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লাগাতার ট্রেন দুর্ঘটনা নিয়ে আক্রমণ শানান বিরোধীরা। অবিলম্বে রেল মন্ত্রীকে লাগাতার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগের দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেলবোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায় বলে খবর। তবে হতাহতের খবর মেলেনি। কিন্তু দেড় মাস আগে ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার পর কেন কোনও পদক্ষেপ নিল না রেল তা নিয়ে উঠছে প্রশ্ন। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেললাইন সারানোর কাজে হাত লাগানো হয়েছে। তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

গত ১৭ জুন, সোমবার আগরতলা থেকে শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে আচমকা ওই ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। চারটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় ১০ জনের মৃত্যু হয়।