ডায়মন্ড হারবারে রেল অবরোধ নিত্যযাত্রীদের! সকাল থেকেই শিয়ালদহের দক্ষিণ শাখায় থমকে ট্রেন 

0
3

প্রতিদিনই দেরিতে ছাড়ছে ট্রেন (Train)! বিশেষত ভোরে কয়েক ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেন। এই অভিযোগে বুধবার ভোর থেকে ডায়মন্ড হারবার (Diamond Harbour) স্টেশনে রেল অবরোধ নিত্যযাত্রীদের। যার জেরে বুধবার সকাল থেকেই শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে। বারবার বললেও লাভের লাভ কিছুই হয়নি। যার প্রতিবাদে বুধবার ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। এদিকে রেলের তরফে বারবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানালেও লাভের লাভ কিছুই হয়নি।

এদিকে অবস্থা বেগতিক দেখে এদিন ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। পৌঁছয় জিআরপি-ও। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টাও করা হয়। তবে অবরোধকারীরা নিজেদের অবস্থানে অনড়। এই আবহে সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় অন্যান্য স্টেশনে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কখন এই পরিস্থিতি বদলাবে এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।