যথেচ্ছ কোচিং সেন্টার নিয়ন্ত্রণে আইন, বাধা রাজ্যপাল! দাবি আপের

0
3

কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিনি আইএএস পরীক্ষার্থীর। আইনি লড়াইয়ের পাশাপাশি পড়ুয়াদেরও বিক্ষোভ জারি তার জেরে। তারই মধ্যে যথেচ্ছ কোচিং সেন্টার নিয়ন্ত্রণে আইন আনতে চলেছে দিল্লির আপ সরকার। বুধবার একদিকে আধিকারিক স্তরের বৈঠক করা হয় এই আইন প্রণয়ন নিয়ে। সেই সময়ই দিল্লির লেফটেনেন্ট গভর্নর নিজের বাসভবনে কোচিং সেন্টার মালিকদের সঙ্গে বৈঠক করছেন বলে দাবি আপের। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করে ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে সাতদিনের সময়সীমা বেঁধে দিলেন দিল্লির জলমন্ত্রী অতসী।

রাজস্থানের কোটায় বারবার ছাত্র মৃত্যুর ঘটনা ঘটলেও কোচিং সেন্টার নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে দেখা যায়নি সেখানকার বিজেপি সরকারকে। তবে প্রাকৃতিক দুর্যোগের শিকার রাজধানীতে কোচিং সেন্টারের বেনিয়ম রুখতে আইন আনার সিদ্ধান্ত নেয় আপ সরকার। মন্ত্রী অতসী, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, মন্ত্রী গোপাল রাই আধিকারিকদের সঙ্গে আইন প্রণয়ন নিয়ে বৈঠক করেন। আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে দেখা করেন ইউপিএসসি পরীক্ষার্থী কোচিং সেন্টারের পড়ুয়াদের সঙ্গেও।

দিল্লির দুর্ঘটনার পরে আইএএস পরীক্ষার্থীরা রাস্তাতেই আন্দোলন করে চলেছেন। মেয়র শেলি ওবেরয়ের সঙ্গে সেখানে যান মন্ত্রী অতসী। তিনি আশ্বাস দেন, তদন্তের রিপোর্ট বেরোনোর পরই দোষীদের শাস্তি দেওয়া হবে। নাহলে প্রকৃত দোষীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাবেন। আধিকারিকদের সাতদিন সময় বেঁধে দেন অপরাধীদের ধরার জন্য।

অন্যদিকে আপ সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা নিজের বাড়িতে ডেকে রুদ্ধদ্বার বৈঠক করছেন। বৈঠকের বক্তব্য যাতে বাইরে না প্রকাশিত হতে পারে তার জন্য কোনও মন্ত্রীকে সেই বৈঠকে ডাকা হয়নি। মন্ত্রী গোপাল রাই দল রাজনৈতিক দল নিয়ে একটি কমিটি গঠন করে কোচিং সেন্টার সমস্যার সমাধানে সব রাজ্যের জন্য লাগু করার আবেদন জানান।