দার্জিলিং চৌরাস্তায় আগুন, পুড়ে ছাই দুই রেস্তোঁরা

0
3

দার্জিলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জায়াগ চৌরাস্তার কাছে দুটি রেস্তোঁরায় আগুন লাগার ঘটনা ঘটে। পাশাপাশি দুটি রেস্তোঁরা পুড়ে ছাই হয়ে যায়। দমকল দফতরের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি অন্যত্র। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্তে দার্জিলিং দমকল বিভাগ।

বুধবার দুপুরে চৌরাস্তার ১০০ মিটার দূরে একটি হোটেলে আগুন লাগে। পাশের হোটেলেও সেই আগুন ছড়িয়ে যায়। দুটি হোটেলের মধ্যে একটি পুরোনো হোটেল ছিল। পাশেরটি নতুন তৈরি হচ্ছিল। স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে পৌছায় দমকলের একটি ইঞ্জিন। গোটা চৌরাস্তা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল কর্মীরা চেষ্টা করেন যাতে কোনওভাবে অন্যত্র আগুন ছড়িয়ে না পড়ে।

তবে আগুন লাগার কারণ নিয়ে ধন্দ রয়েছে। স্থানীয়দের দাবি শর্টসার্কিট থেকে দুর্ঘটনা ঘটতে পারে। দমকলের অনুমান চালু হোটেলটির সিলিন্ডার বিষ্ফোরণ করে আগুন লাগার ঘটনা ঘটে।