ফের জেলা সফর শুরু করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Manata Banerjee)। লোকসভা নির্বাচন ও বিধানসভার বাদল অধিবেশন কাটিয়ে তাঁর জেলা সফর শুরু হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, এবার ঝাড়গ্রাম দিয়েই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। এই সফরে প্রসাশনিক ও সরকারি ও অনুষ্ঠানের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিও থাকবে বলে জানা যাচ্ছে।
সরকারিভাবে মুখ্যমন্ত্রীর সফরসূচি এখনও ঘোষিত না হলেও অসমর্থিত সূত্রের খবর অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে আগামী ৯ অগস্ট ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।জঙ্গলমহলের প্রতি বরাবরই একটা বিশেষ টান রয়েছে তাঁর। এবার লোকসভায় ঝাড়গ্রাম আসনটি পুনর্দখল করেছে তৃণমূল। বাঁকুড়া আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল।
প্রশাসনিক সূত্রে খবর, ৯ অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে জঙ্গলমহলের মানুষকে ধন্যবাদ জানাবেন তিনি। তবে এরপর কোন জেলায় যাবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। পুজোর আগে উত্তরবঙ্গ সফরেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেক্ষেত্রে মালদা জেলাতেও যেতে পারেন তিনি।
আরও পড়ুন: লিখিত আশ্বাসেই উঠল অবরোধ! ৫ ঘণ্টা পর স্বাভাবিক ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল