ঢোঁক গিলল মেট্রো, ভুল স্বীকার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা

0
3

মেট্রোর খামখেয়ালি সিদ্ধান্তে তৈরি হয়েছে বিভ্রান্ত। ২৪ ঘণ্টা পেরোতেই ঢোঁক গিলল মেট্রো, ভুল স্বীকার করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা এমনিতেই শনি ও রবিবার অরেঞ্জ লাইনে পরিষেবা পাওয়া যায় না। মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, আগামী সোমবার থেকে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বাড়ানোর পাশাপাশি শনিবারও পরিষেবা মিলবে। ফলে খানিকটা স্বস্তি পেয়েছিলেন ওই রুটে যাতায়াতকারী যাত্রীরা। কিন্তু বুধবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের সাফাই, অসাবধানতা বশত এই ঘোষণা করা হয়েছিল। সোম থেকে শুক্রই মিলবে পরিষেবা। যথারীতি শনি ও রবিবার বন্ধ থাকবে অরেঞ্জ লাইনে মেট্রো। প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল ৮টার সময়। পাশাপাশি দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৮টার সময় ৷ ২০ মিনিট অন্তর মিলবে পরিষেবা।

আরও পড়ুন- জলের অপচয় রুখতে কড়া পদক্ষেপ, বিধানসভায় আইন প্রণয়নের ভাবনা রাজ্যের