নজরে ডায়মন্ড হারবার, দিল্লি থেকে ফিরেই প্রশাসনিক বৈঠকে অভিষেক

0
3

আগামী ১০ অগাস্ট ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সংসদীয় কেন্দ্রের সাতটি বিধানসভার উন্নয়নের হাল-হকিকত খতিয়ে দেখবেন তিনি। ওইদিন ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে সর্বস্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক পদাধিকারী ও প্রসাশনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। এই মুহূর্তে সংসদের অধিবেশনে অংশ নিতে দিল্লিতে (New Delhi) ব্যস্ত অভিষেক। সেখান থেকে ফিরেই ডায়মন্ড হারবার যাবেন বৈঠক করতে।

২০১৪ থেকে টানা ডায়মন্ড হারবার থেকে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২৪-এও ৭ লক্ষ ১০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন অভিষেক। সারা বছরই সুখে-দুঃখে এই অঞ্চলের মানুষের পাশে থাকেন তিনি। সাংসদ হওয়ার পর ভোল বদলে দিয়েছেন তাঁর সংসদীয় ক্ষেত্রের। উন্নয়নের নিরিখে এখন দেশের মধ্যে এক নম্বর তাঁর ডায়মন্ড হারবার কেন্দ্র।

আরও পড়ুন- ওয়েনাড়ে ধসে মৃত্যু বেড়ে ১৬৪, ৮ জেলায় বৃষ্টিতে জারি রেড অ্যালার্ট