আয়কর রিটার্ন জমা দিতে চান সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার শাহজাহান শেখ (Shajahan Sekh)। আজ, মঙ্গলবার এই মর্মে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানান শাহজাহানের আইনজীবী বিপ্লব গোস্বামী। আদালতে শাহজাহানের আইনজীবী জানান, তাঁর মক্কেল আয়কর রিটার্ন জমা দিতে চাইছেন। কিন্তু তা করতে পারছেন না। কারণ, ইডি তাঁর মক্কেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে। ফলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ স্টেটমেন্ট দিচ্ছেন না। আদালত যাতে সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার জন্য নির্দেশ দেয়। পাশাপাশি একটি গাড়িও ফেরত চেয়ে আবেদন জানান শাহজাহানের আইনজীবী।
বিচারক প্রশান্ত মুখোপাধ্যাযের সরাসরি কোনও নির্দেশ দেননি। তবে বিচারকের মৌখিক মন্তব্য, “আপনারা ইডির কাছে আবেদন জানাতে পারেন, তাদের পক্ষে সম্ভব হলে তারা দিতে পারেন।”
শাহজাহান (Shajahan Sekh) ছাড়াও এদিন ব্যাঙ্ক শাল কোর্টে সন্দেশখালির অন্যান্য অভিযুক্ত শিবু হাজরা, দিদার বক্স, শেখ আলমগীকেও নিয়ে আসা হয়। দিদার বক্স-এর আইনজীবীর তরফে জামিনের আবেদন জানানো হয়। শিবু হাজরাও জামিনের আবেদনের মামলা ছিল, কিন্তু সময়ে চাওয়া হয়েছে তাঁর আইনজীবীর তরফে। মামলার পরবর্তী শুনানি ১২ আগস্ট।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই কাটল অচলাবস্থা! বুধ থেকে টলিপাড়ায় শুরু শুটিং, পরিচালক রাহুলই