এবার আনোয়ার আলিকে নিয়ে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। বেশ কয়েকদিন ধরেই দলবদলের বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন আনোয়ার আলি। সূত্রের খবর, বড় অঙ্কে আনোয়ারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল এফসি। অপরদিকে ভারতীয় এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি রয়েছে মোহননবাগানেরও। আনোয়ার আসলে কার তা জানতে জল গড়ায় বহুদূর। বিষয়টি এখন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোর্টে। আর এরই মাঝে আনোয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
এদিন সঞ্জীব গোয়েঙ্কার অফিসে মোহনবাগান কোচ জোসে মলিনা, বিশ্বকাপার জেমি ম্যাকলারেনের সঙ্গে মিডিয়ার বিশেষ সেশন ছিল। সেখানেই আনোয়ার প্রসঙ্গে গোয়েঙ্কা বলেন, “ আনোয়ার খুব মিষ্টি একটা ছেলে। ফুটবলার হিসেবে ও আমার খুবই পছন্দের একজন। কিন্তু বিষয়টা যখন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কোর্টে, তখন আমি আনোয়ার ইস্যুতে ক্লাবের অবস্থান নিয়ে জনসমক্ষে একটা শব্দও বলব না। ” এরপরই তিনি আরও বলেন, “ আমরা মোহনবাগান। আমরা মর্যাদাসম্পন্ন। আমরা সুভদ্র এবং কোনও রকম উস্কানিতে আমরা পা দেব না । মোহনবাগান শুধুমাত্র একটা ক্লাব নয়। মোহনবাগান একটা আবেগ। ফলে মোহনবাগানের হয়ে যখন কেউ প্রতিনিধিত্ব করে, তখন তাঁর মাথায় রাখা উচিত ক্লাবের থেকেও বড় কিছুর হয়ে সে প্রতিনিধিত্ব করছে। ”
গত মরশুমে পাঞ্জাব এফসি থেকে লোন ডিলে মোহনবাগানে সই করেছিলেন আনোয়ার। সেই চুক্তি ছিল ২০২৭ পর্যন্ত। তবে ২০২৪-২৫ মরশুমের আগে পাঞ্জাব এফসি-র পক্ষ থেকে এই ডিল নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামনে আনা হয় ফিফার নিয়ম। তবে সেই নিয়ম এখনও ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কার্যকর হয়নি বলে জানিয়ে দেয় মোহনবাগান। সেই কারণেই আনোয়ার তাদের দলের ফুটবলার বলেই দাবি করতে থাকে সবুজ-মেরুন ক্লাব। এরই মধ্যে জানা যায় বড় অঙ্কে আনোয়ারকে সই করায় ইস্টবেঙ্গল । শেষমেষ আনোয়ার কার , সেই ঠিক করতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বিষয়টি দেখছে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে চিঠি পাঠানো হয় মোহনবাগানকে। ফেডারেশনের প্লেয়ার্স স্টাটাস কমিটির পাঠানো চিঠির জবাব দিয়েছে সবুজ-মেরুন ক্লাব।
আরও পড়ুন- অলিম্পিক্সে নজির গড়ে কী বললেন মানু ভাকের ?