কবি সুভাষ-রুবি রুটে মেট্রো পরিষেবায় বড়সড় বদল আনতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি, ট্রেনের সময়সূচিতেও বদল আনা হচ্ছে। মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন মেট্রো রেলের অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে।অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দু’টোই বাড়তে চলেছে আগামী ৫ অগাস্ট থেকে। বর্তমানে দিনে ৪৮টি মেট্রো এই লাইনে চলাচল করে। ৫ অগাস্ট থেকে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৭৪ টি মেট্রো এই লাইনে চালানো হবে। মেট্রো পরিষেবা মিলবে ২০ মিনিট অন্তর। এমনকী, শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম মেট্রো পরিষেবা কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু হবে সকাল ৯ টার বদলে সকাল ৮ টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪:৪০-এর বদলে রাত ৮ টায়। তবে রবিবার দিন কোনও মেট্রো এই রুটে চলবে না।