সোমবারের পরে মঙ্গলবারেও শুনশান টলিপাড়া। সমস্যার সমাধানে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ গৌতম ঘোষ (Goutam Ghosh), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Presenjit Chatterjee), দেব। সোমবার, সকাল থেকে দফায় দফায় বিভিন্ন পক্ষের বৈঠক হয়। কিন্তু রাত নটার পরে জানা গেল কাটেনি জট। টলিপাড়ায় জারি অচলাবস্থা। সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান বলে সাংবাদিক বৈঠকে জানান পরিচালক-প্রযোজকরা। মঙ্গলবার, সকালে আরেকপ্রস্থ বৈঠক হয় প্রসেনজিতের বাড়ি ‘উৎসব’-এ। সেখানে থেকে বেরিয়েই বেলা তিনটে নাগাদ নবান্ন পৌঁছন তাঁরা।
সোমবার, সাংবাদিক বৈঠকেই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়ে ছিলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সেই মতো মঙ্গলবারেও চলছে পরিচালকদের কর্মবিরতি। কিন্তু সব পক্ষই চাইছে দ্রুত সমস্যার সুষ্ঠু ও সম্মানজনক সমাধান। কাজ বন্ধ হোক চাইছেন না কেউই। সোমবারই পরিচালকরা জানান, আমরা তৃতীয় পক্ষের সাহায্য নিতে চাই। যাঁরা আমাদের এই আবেদন নিয়ে আলোচনা করতে পারেন। সেই মতোই এদিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন প্রসেনজিৎরা। টলিউডের সঙ্গে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্পর্ক ভালো। তিনি সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই কারণেই এবার তাঁর দ্বারস্থ গৌতমরা। কত দ্রুট জট কাটে সেদিকেই নজর সবার।