রেশন মামলায় কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার দশ জায়গায় ED অভিযান!

0
2

রাজ্যে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। রেশন মামলার তদন্তে মঙ্গলের সকাল থেকেই তৎপর ইডি (ED) । কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তের অন্তত ১০ জায়গায় তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। চালকল মালিক বারিক বিশ্বাসের (Barik Biswas) বারাসাত বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি দেগঙ্গার ব্যবসায়ী মুকুল রহমান (Mukul Rahman) এবং ভাঙ্গড় এলাকার এক নেতার বাড়িতেও হানা দিয়েছে ইডি বলে খবর।

রেশন মামলায় একাধিক গ্রেফতারির পর এবার বিভিন্ন রাইস মিলে হানা দিয়ে তথ্য অনুসন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (enforcement directorate) আধিকারিকরা। কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়েই এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে।