উন্নয়ন নয়, কাশ্মীরের বাজেটে জোর শুধুই পুলিশি খরচে!

0
1

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জম্মু ও কাশ্মীরের জন্য বাজেট বরাদ্দ করার আগে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের স্বীকৃতি ফিরে পেতে চলা কাশ্মীর অনেক কিছু প্রত্যাশা করেছিল। তবে মঙ্গলবার কাশ্মীরের জন্য যে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন তাতে পুলিশ খাতে বরাদ্দের অর্ধেকও নেই উন্নয়ন খাতে।

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের উন্নয়নে। এর মধ্যে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ পুলিশি ব্যবস্থার উন্নয়নে। এমনকি জম্মু ও কাশ্মীরের উন্নয়নে এই বরাদ্দকে ‘বোঝা’ বলতেও দ্বিধা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

জম্মু ও কাশ্মীরের উন্নয়নে বাকি পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখছে কেন্দ্র সরকার। নতুন গঠিত হওয়া রাজ্যের রাশ যে অর্থনৈতিকভাবেও নিজেদের হাতেই রাখতে চাইছে, জম্মু ও কাশ্মীর বাজেটে তারই প্রমাণ রাখছে বিজেপি সরকার।