কলকাতা লিগে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন টালিগঞ্জ অগ্রগামীকে হারালোও ৫-১ গোলে। ম্যাচে হ্যাটটিক সুহেল ভাটের। একটি গোল সালাউদ্দিনের। এক আত্মঘাতী গোল টালিগঞ্জ অগ্রগামীর।
ম্যাচে এদিন প্রথম থেকে দাপট দেখালেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি মোহনবাগান। ম্যাচে বাগানের ৫ টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে ঝাপায় বাগান ব্রিগেড। কিন্তু প্রথম ৪৫ মিনিটে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সুহেল ভাটরা। তবে ম্যাচের ৫১ মিনিটে প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর নিজেদের দখলে করে নেয় বাগা ব্রিগেড। যার ফলে ম্যাচের ৫৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে গোল সুহেলে। তারপর গোটা ম্যাচ জুড়ে সুহেল-শো। ৬২ এবং ৬৯ মিনিটে ফের গোল করেন বাগান তারকা। হ্যাটট্রিক করেন তিনি। এরপর ৭৬ মিনিটে টালিগঞ্জের হয়ে একটি গোল করেন সামিম। এরপরই যেন আরও আক্রমনাত্মক হয়ে যায় মোহনবাগা। বাগানের হয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করেন সালাউদ্দিন। এই জয়ের ফলে, ৬ ম্যাচ খেলে মোহনবাগানের সংগ্রহে ৯ পয়েন্ট।
আরও পড়ুন- আনোয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, কী বললেন তিনি?