আনন্দপুরের পানশালায় দু.ষ্কৃতী তা.ণ্ডব,ভা.ঙচুর একাধিক গাড়ি

0
1

মাঝরাতে আনন্দপুরের পানশালায় ম্যানেজার-সহ কর্মীদের পেটানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পানশালার বাইরে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই হামলা। ইএম বাইপাসের মতো ব্য়স্ত রাস্তার ধারে, পানশালায় চড়াও হয়ে চলল তাণ্ডব। ভেঙে চুরমার করে দেওয়া হল, পানশালার বাইরে রাখা একের পর এক গাড়ি। সোমবার গভীর রাতে, দুষকৃতী তাণ্ডবের এই ঘটনা ঘটেছে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের আনন্দপুরে, এক বার-কাম-রেস্তোরাঁয়। পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, সোমবার রাতে ১০-১২ জন দুষকৃতী লাঠিসোঁটা নিয়ে পানশালায় চড়াও হয়। সেখানে অবাধে ভাঙচুর চালায় তারা। ম্যানেজার ও কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

পানশালা কর্তৃপক্ষের অভিযোগ, হামলা চালানো হয় সঞ্জয় দাসের নেতৃত্বে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বলেন, এত রাত পর্যন্ত পানশালা খোলা থাকবে কেন। নিয়ম মেনে কী চলছে? এটা দেখা উচিত। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার দীপঙ্কর দাস ও মহেন্দ্রপ্রসাদ গুপ্ত নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেরই বাড়ি আনন্দপুর এলাকায়।