বাংলায় আরও বিনিয়োগ, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে আগ্রহী আদিত্য বিড়লা গ্রুপ: মুখ্যমন্ত্রী

0
2

বাংলায় শিল্পে আরও বিনিয়োগ। রাজ্যে নতুন বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গ্রুপ। সেই লক্ষ্যে মঙ্গলবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে নতুন বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla)। বৈঠকের ছবি দিয়ে নিজের এক্স হ্যান্ডে পোস্ট করে এই খবর জানান স্বয়ং মুখ্যমন্ত্রী। লেখেন, বাংলায় বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে আগ্রহী আদিত্য বিড়লা গ্রুপ।মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) লেখেন, “এটা সৌজন্য-সাক্ষাৎ। তবে আদিত্য বিড়লা গ্রুপে চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা সঙ্গে বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তাঁরা এ-রাজ্যে আরও নতুন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী। ইতিমধ্যেই ৫ হাজার কোটি টাকার প্রকল্পের বিনিয়োগ হয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে সিমেন্ট, রংয়ের কারখানাও। শহরে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে এবং নতুন বিনিয়োগের জন্য তাদের অন্যান্য পরিকল্পনাও রয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি এবং আমি তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছি।“

মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলায় শিল্পের উন্নতিতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিনিয়োগ আনতে চেষ্টার ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী। তাঁর শুরু করা শিল্প সম্মেলন (BGBS) এই মুহূর্তে দেশের অন্যতম সেরা শিল্প সম্মেলন। বাংলা এখন দেশ-বিদেশের শিল্পপতিদের বিনিয়োগের গন্তব্যস্থল। বিনিয়োগ আনার লক্ষ্যে বিদেশেও গিয়েছেন। তাঁর হাত ধরে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে। শিল্পের পথ সুগম করতে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। বাম আমলের দুর্নাম ঘুচিয়ে বাংলায় এখন ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’।