২০২৫ আইপিএল-এ কি খেলবেন চেন্নাই সুপার কিংস-এর তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে আপামোর ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ ২০২৩ মরশুমেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়য়েছিলেন মাহি। তবে আগামী মরশুমে খেলবেন কিনা তা নিয়ে কিছু জানাননি ধোনি। তবে সূত্রের খবর, চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা শুরু করেছেন মাহি।
সূত্রের খবর, ২০২৫ আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গে বৈঠকের আগে ধোনির সিদ্ধান্ত জেনে নিতে চাইছেন চেন্নাই কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, ধোনির সঙ্গে আলোচনা শুরু করেছেন তাঁরা। কথা বলার দায়িত্ব নিয়েছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান এন শ্রীনিবাসন নিজে। তব সূত্রের খবর, দল গুলি কতজন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য ধরে রাখতে পারবে, তার উপর অনেকটাই নির্ভর করছে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ। আগের মতোই চার জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকলে ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। পাঁচ বা ছ’জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ থাকলে ধোনি হয়ত আরও এক বছর আইপিএল খেলবেন। তবে সুত্রের খবর, চেন্নাই কর্তৃপক্ষ অবশ্য ধোনির উপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। ধোনির সিদ্ধান্ত জানার পর আগামী বছরের দল নিয়ে পরিকল্পনা করবেন তাঁরা। ধোনি খেলতে চাইলে তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে তাঁকে তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসাবে ধরে রাখা হবে।
২০২৫ সালের আইপিএলের আগে হবে বড় নিলাম। নতুন করে দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেক্ষেত্রে আগের দলের চার জনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। তাই ধোনির সিদ্ধান্ত এক্ষত্রে গুরুত্বপূর্ণ। তিনি আরও তিন বছর খেলতে চাইলে প্রাক্তন অধিনায়ককে ধরে রাখতে পারেন চেন্নাই কর্তৃপক্ষ।
আরও পড়ুন- অলিম্পিক্সে পদক হাতছাড়া অর্জুন বাবুটার, শেষ করলেন চতুর্থ স্থানে