সোমবার থেকে সুপ্রিম কোর্টে শুরু হল বিশেষ লোক আদালত। সুপ্রিম কোর্টের বকেয়া মামলার শুনানি শেষ করতে বিশেষ লোক আদালতের আয়োজন করা হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূঁড়ের নির্দেশে। ৩ অগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে এই আদালত চলবে।


চলতি বছর সুপ্রিম কোর্টের ৭৫ বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের বকেয়া মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে উদ্যোগী হন প্রধান বিচারপতি। গোটা দেশের আদালতগুলির বকেয়া মামলা নিয়েও তিনি বহু আলোচনায় বহু পদক্ষেপের কথা বলেছেন। সেই মতো অনেক আদালতই এবছর লোক আদালতের আয়োজনও করেছে। এবার লোক আদালতের পালা সর্বোচ্চ আদালতের।

প্রথমবার সুপ্রিম কোর্টে সাত বিচারপতির বেঞ্চ লোক আদালতের আয়োজন করেছে। ২৯ জুলাই থেকে ৩ অগস্ট সুপ্রিম কোর্ট এই লোক আদালতের আয়োজন করবে। প্রতিদিন দুই বিচারপতির বেঞ্চ শুনবে বকেয়া মামলা। প্রতিদিন সুপ্রিম কোর্টের কাজের পরে দুপুর দুটো থেকে এই আদালত বসবে।










































































































































