ভোর রাতে মা ফ্লাইওভারের (Maa Flyover) দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি (Car)। জানা গিয়েছে, গাড়িতে দু’জন যাত্রী ছিলেন। তবে তাঁদের চোট গুরুতর নয় বলেই খবর।


সূত্রের খবর, সোমবার ভোররাতে সল্টলেকের দিকে আসছিল প্রাইভেট গাড়িটি। এরপর আচমকাই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। তবে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।



তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই পাল্টি খেয়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ছাড়াও এক যুবক ছিলেন। তারা কেউ-ই গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখবে পুলিশ। ইতিমধ্যে ওই দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের।











































































































































