জামিনের মামলার শুনানির আগেই ফের চাপে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই ৮ অগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন কেজরিওয়াল। তার মধ্যেই এই মামলায় জটিলতা বাড়িয়ে চার্জশিট ফাইল করা হল সিবিআইএর তরফে।


রাউস অ্য়াভেনিউ আদালত ইতিমধ্যেই সিবিআইএর গ্রেফতারির বিরোধিতায় কেজরিওয়ালের আবেদন স্থগিত রেখেছে। সেই মামলায় কেজরির আইনজীবী অভিষেক মনু সাংভির তরফে উদাহরণ দেওয়া হয়েছিল প্রতিবেশী পাকিস্তানের। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দেওয়ার পরও অন্য মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই ধরনের ঘটনা ভারতে কাম্য নয়, এমনটাও উল্লেখ করা হয়। তারপরেও কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতার নিদর্শন চার্জশিটে। সুপ্রিম কোর্ট ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়ালকে জামিন দেওয়ার পরেও রাউস অ্যাভেনিউ আদালতে জামিন মিলছে না কেজরিওয়ালের।

সিবিআইয়ের আইনজীবীর তরফে দাবি করা হয়েছে আরও তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজন জামিনের আবেদনকারী অরবিন্দ কেজরিওয়ালকে। যে তথ্য প্রমাণ সংগ্রহ হয়েছে, কেজরিওয়ালের বয়ান তার বিরোধিতা করেছে। সেইসব তথ্য আবার তদন্ত করার জন্য কেজরির বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। মামলার শুনানি ৮ অগস্ট।










































































































































