২০২৪ প্যারিস অলিম্পিক্সের তৃতীয় দিনের শুরুতে ধাক্কা ভারতের। অল্পের জন্য পদক হাতছাড়া অর্জুন বাবুটার। এদিন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে চতুর্থ স্থানে শেষ করলেন তিনি। গোটা ফাইনাল জুড়ে ভালো পারফর্ম করলেও পদক জেতা হল না তাঁর। অলিম্পিক্সে চতুর্থ হন অর্জুন বাবুটা।
অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে শুরু থেকে ভাল স্কোর করছিলেন ভারতীয় শুটার। দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকছিলেন অর্জুন। ফলে পদকের আশা বাড়ছিল। কিন্তু শেষ দিকে দু’টি খারাপ শট মারেন অর্জুন। একটি ৯.৯ ও একটি ৯.৫ । এই স্কোর তাঁকে পদক থেকে দূরে নিয়ে যায়। যার ফলে অল্পের জন্য ব্রোঞ্জ পেলেন না ভারতীয় শুটার। চতুর্থ স্থানে শেষ করেন তিনি।
এদিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে নেমেছিলেন রমিতা জিন্দাল। প্রথম ন’টি শট ভাল মারেন তিনি। প্রতিটি শট ১০-এর উপরে ছিল। কিন্তু দশ নম্বর শটটি খারাপ হয়। তবে এই দুই ভারতীয় শুটার ব্যর্থ হলেও ফের পদকের স্বপ্ন দেখাচ্ছেন ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় শুটার মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন মানু। তাঁর সঙ্গী সরবজ্যোৎ সিং। যোগ্যতা অর্জন পর্বে নিজের তিনটি রাউন্ডে মানু স্কোর করেন যথাক্রমে ৯৮, ৯৮ ও ৯৫। সরবজ্যোৎ স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৭ ও ৯৭। অর্থাৎ, তিনটি রাউন্ডের পর মানুর মোট স্কোর ২৯১। সরবজ্যোতের মোট স্কোর ২৮৯। দু’জনে মিলিয়ে ৫৮০ স্কোর করেন। এর সুবাদে তিন নম্বরে শেষ করে ভারতীয় জুটি। মঙ্গলবার পদকের লড়াইয়ে নামবেন তাঁরা।
আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ?