শান্ত সমুদ্র দক্ষ নাবিক তৈরি করে না: Insta-তে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

0
1

বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে লোকসভায় ঝড় তুলেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক। রবিবার, ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। অভিষেকের কথায়, শান্ত সমুদ্র কখনও দক্ষ নাবিক তৈরি করে না।

বারবার বাংলার বঞ্চনা। কখনও বাজেটে বাংলার বরাদ্দে শূন্য, কখনও বাংলার বিরুদ্ধে অপপ্রচার, বাংলাকে দেশের সামনে ছোট করার চেষ্টা বাংলা ভাগের চক্রান্ত। এই নিয়ে লোকসভার ঝড় তুলেছেন অভিষেক। এরপরে রবিবার সন্ধে Instagram হ্যান্ডেলে শনিবারের ছবি পোস্ট করেন অভিষেক। আর সেখানে লেখেন, শান্ত সমুদ্র কখনও দক্ষ নাবিক তৈরি করে না। অর্থাৎ যেভাবে আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। সেভাবেই একজন নেতা নানা ওঠাপড়ার বিরোধিতার প্রতিহত করে প্রকৃত নেতা হয়ে ওঠেন। অর্থাৎ বিরোধিতা যতই আসুক, বিরোধীরা যত আঘাত আনুক, তিনি তা প্রতিহত করে সেনাপতির মতো নেতৃত্ব দেবেন। বিরোধিতা ছাড়া নেতা হয় না।

 

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Banerjee (@abhishekaitc)

আরও পড়ুন- সাংবাদিক বৈঠকে নাক থেকে রক্তপাত, হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী