বড়পর্দা, ছোটপর্দা পেরিয়ে এখন বিনো-দুনিয়ায় হট ফেভারিট OTT প্ল্যাটফর্ম। ইংরাজি-হিন্দির পাশাপাশি হৈ হৈ করে চলছে বাংলার ওটিটিগুলিও। তার মধ্যেই শনিবাসরীয় সন্ধেয় লঞ্চ করল নয়া ওটিটি ‘Fridaay’। ক্যামেলিয়া গোষ্ঠীর প্রধান নীলরতন দত্তর হাত ধরে শুরু হল এটি। উদ্বোধনী অনুষ্ঠানে বসে চাঁদের হাট। হাজির ছিলেন টলিউডের নক্ষত্ররা। পাশাপাশি ছিলেন, বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি (Aditi Munsi), তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)-সহ বিশিষ্টরা।ক্যামেলিয়া প্রোডাকশন তাদের OTT প্ল্যাটফর্ম আনছে এই জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। প্রস্তুতি চলছিল। অবশেষে শনিবার নতুন প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’-র আনুষ্ঠানিক লঞ্চ। ‘হইচই’, ‘আড্ডাটাইমস’, ‘ক্লিক’-এর পরে বাংলার ওয়েব জগতে বড় ধামাকা। বাঙালি শিল্পপতির হাত ধরে লঞ্চ হল ওটিটি ‘Fridaay’-র। একেবারে নতুন ধরনের কনটেন্ট থাকছে এখানে।
এদিন লঞ্চ অনুষ্ঠানে ক্যামেলিয়া গোষ্ঠীর প্রধান নীলরতন দত্ত ছাড়াও হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সুদেষ্ণা রায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা। নতুন ওটিটি প্ল্যাটফর্ম শুরু হওয়ায় খুশি সকলে। এক সময় ছিল সিনেমা হল। তারপর টেলিভিশন। ইউটিউব চ্যানেল পেরিয়ে এখন রমরমা ওটিটি-র। নেটিজেনদের হাতে হাতে স্মার্ট ফোন। আর তাতে এক ক্লিকেই নিত্যনতুন বিনোদনের উপাদান। শুধু ওয়েব সিরিজই নয়, ওটিটি-র জনপ্রিয়তার কথা ভেবে অনেকেই এখন ছবি রিলিজ করছেন সেখানে। ‘Fridaay’-তেই আত্মপ্রকাশ হচ্ছে পরিচালক শ্রীলেখা মিত্রর। তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘পান সুপারি’ দেখা যাবে এই ওটিটিতে।