ডোমজুড়ের কমার্শিয়াল কমপ্লেক্সের (Commercial Complex, Domjur) ডাকাতির ঘটনার ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে লুটের সামগ্রী। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের গাড়ি চিহ্নিত করা হয়। তদন্ত নেমে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ (Domjur police)।
শুক্রবার রাত একটা নাগাদ মোটরবাইক এবং গাড়ি নিয়ে দুষ্কৃতীরা কমার্শিয়াল কমপ্লেক্সে লুটপাট চালায়। গোডাউনে নিরাপত্তা রক্ষীকে বেঁধে রেখে সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, চার টন জিংক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।