গঙ্গার ঘাট দত্তক নিতে চান? অবিশ্বাস্য নয়, মিলছে সুযোগ!

0
3

গঙ্গার ঘাটের প্রতি বাঙালির আকর্ষণ এবং ভালবাসা নতুন নয়। পুজো পার্বণ হোক কিংবা মন খারাপের দুপুর, প্রথম প্রেম নিবেদন হোক বা সম্পর্ক ভাঙার যন্ত্রণা- সবকিছুর সাক্ষী গঙ্গার ঘাট। তবে বেশকিছু ঘাটের জরাজীর্ণ অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছিল প্রশাসন ও পুরসভা। এগিয়ে এসেছিল বেসরকারি সংস্থাগুলোও। এরপরই বলা হয় রক্ষণাবেক্ষণ সৌন্দর্যায়ন ইত্যাদির ক্ষেত্রে এবার গঙ্গা প্রেমী, আগ্রহী মানুষেরা তাঁদের পছন্দের ঘাট দত্তক (Adopt Ganga Ghat) নিতে পারবেন। এর জন্য কী কী করণীয় সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

‘অ্যাডপ্ট এ ঘাট টুলকিট’ (Adopt a Ghat Toolkit) নামের এক বিশেষ নির্দেশিকা শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে প্রকাশিত হলো। কাল্ট এক্স সংগঠনের প্রতিষ্ঠাতা লাইলি থম্পসন জানিয়েছেন, কোন সংস্থা বা ব্যক্তি গঙ্গার ঘাট দত্তক নিতে চাইলে তাঁকে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। সংস্থার ওয়েবসাইটে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানে রাজ্যের পরিবহন দফতরের সেক্রেটারি সৌমিত্র মোহন (Soumitra Mohan) জানিয়েছিলেন উন্নয়নের স্বার্থে গঙ্গার ঘাট দত্তক নিতে চাইলে সেই ঘাট নির্বাচন করে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পেশ করতে হবে। এরপর সরকার গোটা বিষয়টি বিবেচনা করে দেখবে। কাল্ট এক্স সংগঠন এই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। যারা মূলত গঙ্গার ঘাট বা সংলগ্ন এলাকায় থাকেন এবং সেখান থেকেই জীবিকা নির্বাহ করেন তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কর্মসূচির নাম ‘ট্রেইন রিভার অ্যাম্বাসেডর’। অক্টোবরে আহিরীটোলা থেকে কুমোরটুলি ঘাট পর্যন্ত কুড়িজনকে গঙ্গার ঘাটের ঐতিহ্য, সৌন্দর্যায়ন, সচেতনতা এবং সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। লাইলি জানিয়েছেন এটা একটা পাইলট প্রজেক্ট। রিভার রেঞ্জার্স এবং সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট (River Rangers and Sea Explorers Institute) যৌথভাবে প্রশিক্ষণ দেবে।