সোনার বাজারে আকস্মিক পতন। দেশে গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দাম সোনার! বিশ্বে সবথেকে বেশি সোনার চাহিদা চিন ও ভারতেই। পড়শি দেশে সোনার চাহিদা কমেছে, আবার কেন্দ্রীয় বাজেটে সোনা-রুপোর উপরে আমদানি শুল্কে ছাড় দেওয়ায়, এক ধাক্কায় অনেকটা দাম কমেছে সোনার। চড়া দামে সোনা কিনে রাখা ব্যবসায়ীদের মাথায় হাত।
গত কয়েকমাসে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। প্রায় আশি হাজার ছাড়িয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গেছিল আমজনতা। কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ উল্টো। মহামূল্যবান হলুদ ধাতুর দাম কমায় সোনার দিকে ভিড় বাড়ছে ক্রেতাদের।ব্যবসায়ীরা বলছেন, কোথাও কোথাও ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে চাহিদা। তার উপর সামনেই আবার উত্সবের মরশুম।যাঁরা আগে থেকেই সোনা কিনে রেখেছিলেন, বিপুল অংকের ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। স্রেফ বাজারে নয়ই, গচ্ছিত থাকার সোনার দামও কমেছে গিয়েছে। ১ দিনেই নষ্ট হয়ে গিয়েছে ১০ লক্ষ কোটি টাকার সম্পত্তি!কলকাতায় বর্তমানে ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৩২৫ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ২৫০ টাকা।২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার টাকা। আজ এক কেজি খুচর এর উপর দাম ৮২ হাজার ৪৫০ টাকা।