রবিবার দুপুরে অলিম্পিকের মঞ্চ থেকে ভারতের জন্য সুখবর এনে দিয়েছেন শুটার মানু ভাকের। প্যারিস অলিম্পিকে দেশের প্রথম পদকজয়ীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ে মহিলা হিসাবে মানু পদক জয়কে দেশের গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, “প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের প্রথম পদক জয়ের জন্য শুভেচ্ছা মানু ভাকেরকে। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিকের মঞ্চে পদক জয়ের মতো তাঁর এই অসামান্য সাফল্য তাঁর কঠোর পরিশ্রম ও নিবেদনের সাক্ষ্য বহন করে।”
বাংলায় তথা গোটা দেশে নারীশক্তিকে প্রকাশিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর দেখানো পথে দেশের অন্যান্য রাজ্য তথা কেন্দ্র সরকার মহিলাদের নিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করেছে। তবে রাজনীতি ও সমাজের পাশাপাশি খেলাধূলাতেও মহিলাদের যোগদান নিয়ে উৎসাহ দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনু ভাকেরের পদক জয়ে তিনি এই মুহূর্তটিকে ‘দেশের গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেন।