কলকাতা থেকে গয়ায় প্রাচীন নিদর্শন কেনার জন্য গিয়েছিলেন এক প্রবীণ ব্যক্তি। তাকে অপহরণের অভিযোগ উঠেছে। মুক্তিপণের টাকাও দাবি করেন অভিযুক্তেরা। অপহৃত ব্যক্তির মেয়ে থানায় অভিযোগ করেন। গয়ায় গিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করল কলকাতা পুলিশ। এক জন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম মোহন চক্রবর্তী। কলকাতার চন্দ্রনাথ সিমলাই সেনের বাসিন্দা তিনি। বিহারের গয়ায় কিছু প্রাচীন নিদর্শনের খোঁজ পেয়ে গিয়েছিলেন তিনি।
সেখানে গয়ার দুই বাসিন্দাকে নিয়ে ওই দুর্মূল্য জিনিস দেখতে গিয়েছিলেন মোহন। তাদের অপহরণ করা হয় বলে চিৎপুর থানায় গত বৃহস্পতিবার অভিযোগ করেন মোহনের মেয়ে মরিয়ম চক্রবর্তী। টিঙ্গু পাসোয়ান এবং আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। মরিয়ম থানায় জানান, তার থেকে মুক্তিপণও দাবি করা হয়েছে। এর পরেই তদন্তে নামে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিডি) এবং চিৎপুর থানার পুলিশ গয়ায় যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে একটি গোপন ডেরা থেকে মোহন এবং তাঁর দুই সহযোগীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এক অপহরণকারীকে। বাকিদের খোঁজ চলছে।ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।