পক্ষপাতিত্ব মানব না, নীতি আয়োগের বৈঠকে ‘প্রতিবাদ’ করতে দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর

0
3

রাজ্যের প্রতি বঞ্চনা। বিজেপি বিরোধী সব রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ করতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে থেকে এই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে দিল্লি রওনা দেওয়ার আগে কেন্দ্রের সামনে তীব্র প্রতিবাদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটে (Central Budget 2024) বিরোধী রাজ্যগুলির প্রতি বঞ্চনা নিয়ে দিল্লি রওনা দেওয়ার আগেই সরব হয়ে মমতা বলেন, “সাতদিন আগে লিখিত বক্তব্য চাওয়া হয়েছিল। সেই বক্তব্য জমা পড়ার সাতদিন পরে বাজেট হয়েছে। বাজেটে যেভাবে বাংলা সহ বিরোধী রাজ্যলোকে বঞ্চনা করা হয়েছে। বিমাতৃ সুলভ আচরণ করা হয়েছে। এই রাজনৈতিক পক্ষপাতিত্ব (biasness) মেনে নিতে পারছি না।”

এরই প্রতিবাদ তিনি নীতি আয়োগের বৈঠকে জানাবেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই পদক্ষেপের আমরা তীব্র নিন্দা করছি। এই পরিস্থিতিতে আমাদের ভয়েস রেকর্ড (voice record) করা উচিত। আমি অল্প কিছুক্ষণ থাকব, ভয়েস রেকর্ড করতে দিলে করব। নাহলে প্রতিবাদ করব। করে বেরিয়ে আসব।”

সেই সঙ্গে তিনি জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren) যোগ দিচ্ছেন নীতি আয়োগের বৈঠকে। বাংলার মত ঝাড়খণ্ডও কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার শিকার। দুই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের রাজ্যের জন্য কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করার পাশাপাশি বিরোধী রাজ্যগুলির প্রতিনিধিত্ব করারও বার্তা দেন মমতা। তিনি জানান, “চেষ্টা করব আমার রাজ্যের হয়ে কথা বলার। আমাদের তরফ থেকে আমরা সবার জন্য কথা বলব।”