কানওয়ার যাত্রায় (Kanwar Yatra) যাতে শান্তিশৃঙ্খলার পরিবেশ বজায় থাকে সেকারণেই দোকান মালিকদের (Shop Owner) নাম সাইনবোর্ডে লিখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এমনটাই সাফাই যোগী সরকারের (Yogi Govt)। কানওয়ার যাত্রায় বিতর্কিত নির্দেশিকা নিয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারকে নোটিশ ধরিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নোটিশের জবাব দিল যোগী সরকার।কানওয়ার যাত্রা নিয়ে দেশজুড়ে বিতর্ক পিছু ছাড়ছে না। চলতি শ্রাবণ মাসে শুরু হয়েছে যাত্রা।

কানওয়ার যাত্রার আগে উত্তরপ্রদেশের যোগী সরকারের নির্দেশ ছিল, যাত্রার রুটে সব খাবারের দোকানগুলির ডিসপ্লে বোর্ডে মালিকের নাম লিখতে হবে বড় বড় হরফে, যাতে পুণ্যার্থীরা হিন্দু ও মুসলিমদের দোকানগুলি আলাদা ভাবে চিনতে পারেন। শুধুমাত্র উত্তর প্রদেশই নয়, এই নির্দেশিকা জারি করা হয় উত্তরাখণ্ডেও। পুণ্যার্থীদের যাতে সংশ্লিষ্ট হোটেল বা ধাবা নিয়ে কোনও সংশয় না থাকে, তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। এই নির্দেশিকা জারি হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বিরোধীরা যোগী সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তোলে। যোগী সরকারের সাফাই, কানওয়ার যাত্রায় অংশগ্রহণকারীদের তরফে একাধিকবার অভিযোগ পেয়েই এই নির্দেশিকা জারি করা হয়। যোগী ও উত্তরাখণ্ডের সরকারের এই নির্দেশিকার পর পরই রীতিমতো বিতর্কের ঝড় ওঠে। এমন নির্দেশিকাকে সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক বলে সরব হন বিরোধীরা। তাঁদের দাবি, এই নির্দেশিকা দলিত ও সংখ্যালঘু হিসাবে জোর করে ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করার উদ্দেশ্যেই জারি করা হয়েছে, যাতে তাঁরা সামাজিক বৈষম্যমূলক আচরণের শিকার হন।



কানওয়ার যাত্রায় নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি পিটিশন দায়ের হয়। শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কানওয়ার যাত্রাপথে খাবার বিক্রেতাদের নাম লিখতে বাধ্য করা যাবে না।’ সোমবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরই উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারকে শুক্রবারের মধ্যে নোটিশ দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশিকা দিয়েছিল।









































































































































