২০২৪ আইপিএল-এর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে তোলপার করে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স । রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। এরপরই শোনা গিয়েছিল আইপিএল-এর সময় মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘর বিভক্ত হয়ে গিয়েছিল দু’ভাগে। একদল প্রাক্তন অধিনায়ক রোহিতের পক্ষে। আর একদল ছিল হার্দিকের পক্ষে। আর এবার এই নিয়ে মুখ খুললেন দলের সতীর্থ যশপ্রীত বুমরাহ। উড়িয়ে দিলেন সব জল্পনা।
এই নিয়ে এক সাক্ষাৎকারে বুমরাহ বলেন, “ গোটা দুনিয়ায় সকলে যা ভাবে ভাবুক, আমরা জানি আসল ঘটনা কী। গোটা দল হার্দিকের পাশে ছিল। সমর্থকেরা যা করছিল, তাকে আমরা কখনওই প্রশ্রয় দিইনি। আমরা হার্দিকের সঙ্গে কথা বলতাম। ওর কিছু প্রয়োজন কি না জিজ্ঞাসা করতাম। একটা পরিবারের মতো ওর পাশে থেকেছি। কিন্তু তার পরেও অনেক কথা হয়েছে। আসলে কিছু কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না। সেটাই হয়েছে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বড় জায়গা আছে। এখানে সকলেই আবেগ নিয়ে চলে। আমরা বুঝতে পারি, কোনও সিদ্ধান্ত খারাপ লাগলে সমর্থকেরা রেগে যায়। সেটা আবেগের জন্যই। আমরাও আবেগপ্রবণ। তবে ক্রিকেটার হিসাবে আমাদের সেই আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। সেটাই হার্দিক করেছিল।”
আইপিএল-এর সময় ওয়াংখেরে স্টেডিয়ামের গ্যালারি থেকে যেভাবে হার্দিককে কটাক্ষ করা হচ্ছিল, তা সামলানো কঠিণ ছিল। এই নিয়ে বুমরাহ বলেন, “ এটা সহজ নয়। আপনি মাঠে নেমে শুনছেন গ্যালারি থেকে আপনার বিরুদ্ধে চিৎকার হচ্ছে। তার মাঝে খেলা কঠিন। কারণ, আপনি তো আর কান বন্ধ করে থাকতে পারবেন না। হার্দিক পেরেছিল। হাসিমুখে গোটা মরশুম খেলেছে। এক বারও রাগ দেখায়নি। হতাশ হয়নি। ও যে ভাবে এই পরিস্থিতি সামলেছে তা এক কথায় অসাধারণ ।”