থমথমে বাংলাদেশ (Bangladesh)। পদ্মাপাড়ের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে আসেনি। বৃহস্পতিবার সকালেও ঢাকার (Dhaka ) রাজপথে মোতায়েন জওয়ান এবং বর্ডার গার্ড বাংলাদেশ সেনা। বুধবার পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ১৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ২০১।

এই নিয়ে ষষ্ঠ দিনে পা দিল বাংলাদেশের কার্ফু। বুধবার থেকে নিয়ম শিথিল করা হয়েছে, চার ঘণ্টার জন্য খুলেছে অফিস। বাণিজ্যিক ব্যাংকগুলিও সীমিত পরিসরে খোলা হচ্ছে। যদিও এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনও সম্ভাবনা নেই। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে ধাপে ধাপে স্কুল কলেজ খোলার ভাবনা হাসিনা সরকারের (Sheikh Hasina Government), জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।। অশান্তি ছড়ানোর অভিযোগে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে বিএনপি ও জামাতের বেশ কয়েক জন নেতাও রয়েছেন বলে খবর মিলেছে।










































































































































