দুধের স্বাদ ঘোলে মেটানো! অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা কেন্দ্রের

0
3

অগ্নিবীর প্রকল্পই (Agniveer scheme) তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন দেশের সাধারণ যুবকরা। সেই দাবি পাল্টা সান্ত্বনা পুরস্কার ঘোষণা কেন্দ্রের। দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার তরফে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করা হল। আদতে খাতায় কলমে হলেও কেন্দ্রের নীতিতে বঞ্চনাই মিলল অগ্নিবীরদের।

বিএসএফ, সিআইএসএফ (CISF), আরপিএফ (RPF), এসএসবি (SSB) এবং সিআরপিএফের (CRPF) শীর্ষকর্তারা ঘোষণা করেন ১০ শতাংশ সংরক্ষণ পাবেন অগ্নিবীররা। এমনকি এই নিয়োগের ক্ষেত্রে বয়স ও কর্মক্ষমতার ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে বলে জানানো হয়। আলাদা করে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না।

এর আগে কেন্দ্র সরকার ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সেনাবাহিনীতে আসন সংরক্ষণের (reservation) সিদ্ধান্ত নিয়েছিল। এবার আধা সেনার কর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী আরও ১০ শতাংশ অগ্নিবীরের জীবন সুরক্ষিত হল। তবে তাতে সামগ্রিকভাবে অগ্নিবীরদের পরিস্থিতির কোনও উন্নতি হল না।

বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে হিমাচলপ্রদেশ সব রাজ্যেই অগ্নিবীর প্রকল্পের প্রতিবাদে পথে নেমেছিলেন যুবকরা। তার মধ্যে দুই দফায় মাত্র ২০ শতাংশ অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ঘোষণা করা হল, স্থায়ী সমস্যার সমাধান হল না।