নিউজিল্যান্ডের অনুশীলন ড্রোনের মাধ্যমে রেকর্ড,কানাডার বিরুদ্ধে অভিযোগ দায়ের আইওসিতে

0
1

ফ্রান্সের সেন্ট–এঁতিয়েনে অলিম্পিক ফুটবলের প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড ফুটবল দল। এই অনুশীলনে গুপ্তচরবৃত্তির অভিযোগে কানাডিয়ান ফুটবলের বিরুদ্ধে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করেছে নিউজিল্যান্ড। তাদের অভিযোগ, গত সোমবার কানাডিয়ান ফুটবলের এক ‘সাপোর্ট স্টাফ’ ড্রোন চালিয়ে নিউজিল্যান্ডের অনুশীলন রেকর্ড করেছেন। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি বিবৃতিতে জানিয়েছে, কানাডা এ জন্য ক্ষমা চেয়েছে। আর কানাডিয়ান অলিম্পিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যে ঘটনা ঘটেছে তাতে তারা ‘বিস্মিত ও হতাশ’ এবং তদন্ত শুরু করা হয়েছে। যে সাপোর্ট স্টাফ এই কাজ করেছেন, ফরাসি কর্তৃপক্ষ তাকে আটক করেছে বলেও জানিয়েছে সিওসি।

অলিম্পিকে মেয়েদের ফুটবলে সর্বশেষ আসরে সোনা জিতেছে কানাডা। আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে অলিম্পিকে মেয়েদের ফুটবলে সোনার পদক ধরে রাখার অভিযান শুরু করবে কানাডা। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির বিবৃতিতে বলা হয়, ‘যিনি ড্রোন চালিয়েছেন, তাঁকে কানাডা মহিলা ফুটবল দলের সাপোর্ট স্টাফ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁকে ধরিয়ে দিতে দলের সাপোর্ট সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।’

এনজেডওসির বিবৃতিতে আরও বলা হয়, ‘আইওসির নৈতিকতা বিষয়ক বিভাগে ঘটনাটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এনজেডওসি। কানাডা দল ক্ষমা চেয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে।’ এ ছাড়া ‘নৈতিকতা ও ন্যায্যতা’ নিয়ে প্রশ্ন তুলে এই ঘটনায় ‘গভীর বিস্ময়’ প্রকাশ করেছে এনজেডওসি। কানাডিয়ান অলিম্পিক কমিটির (সিওসি) পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সাপোর্ট দলের ‘অনুমোদনহীন’ এক সদস্য নিউজিল্যান্ড দলের অনুশীলন রেকর্ড করতে ড্রোন চালিয়েছেন।
সিওসির বিবৃতিতে বলা হয়, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি ন্যায্য খেলার পক্ষে এবং আমরাও বিস্মিত ও হতাশ। নিউজিল্যান্ড ফুটবল, খেলোয়াড়েরা ও নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।’