রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে যে মামলা করেছেন তা গড়িয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)ডিভিশন বেঞ্চ পর্যন্ত। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চে শুনানি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এদিন বলেন, সংবাদপত্র এবং গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে মূল অভিযোগ ছিল। অথচ মামলায় সেইসব সংবাদপত্রকে পার্টি করা হয়নি। এটা কী করে হয়? সুপ্রিম কোর্টে আদৌ কোনও রক্ষাকবচ আছে কি না, তা নিয়ে মামলা বিচারাধীন। তাছাড়া রাজ্যপালের বিরুদ্ধে পাবলিক ডোমেনেই অভিযোগ উঠেছে। সাংবিধানিক পদে কী হচ্ছে তা জনগণের জানার অধিকার আছে।
এদিন মামলার শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী কোনও মানহানিকর মন্তব্যই করেননি। কোর্টের কাছে এ-ধরনের কোনও তথ্যই নেই। রাজ্যপালের মানহানি কোন কথায় হয়েছে কিংবা আদৌ হয়েছে কিনা সেটাই প্রমাণিত হয়নি আদালতে, এমনকী আবেদনও করা হয়নি। অথচ সে-নিয়ে আদালত অন্তর্বর্তী নির্দেশ জারি করে দিয়েছে। এটা কী করে সম্ভব? আগামিকাল দুপুর সাড়ে বারোটায় ফের মামলার শুনানি।