হলং বাংলো-র দায়িত্ব নিচ্ছে বন দফতর, ঘোষণা মন্ত্রী বীরবাহার

0
1

ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হলং বাংলো পুড়ে যাওয়ার পরে যে অবান্তর বিতর্ক তৈরি করা হচ্ছিল বিভিন্ন মহলে তার জবাব বিধানসভার অধিবেশনের প্রাথমিক ধাপেই দিয়ে দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। একদিকে আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছিল তা স্পষ্ট করলেন মন্ত্রী। সেই সঙ্গে ঘোষণা করলেন এখন থেকে এই বাংলোর রক্ষণাবেক্ষনের দায়িত্ব থাকবে বন দফতরের হাতে।

ব্রিটিশ আমলে তৈরি হলং বনবাংলো বাম জমানায় পর্যটন দফতরের হাতে ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও এই নিয়মেই চলে আসছিল। সেই মতোই নিয়মিত রক্ষণাবেক্ষনের কাজও হত। তবে এবারের দুর্ঘটনার পরে পুরো সংস্কারের কাজ বন দফতরই করছে। এরপর থেকে এই বাংলোর রক্ষণাবেক্ষন বন দফতরেরই হবে। মন্ত্রী জানান, “পুড়ে যাওয়া হলং বন বাংলো সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরোনো শৈলী কে অক্ষুন্ন রেখে ই সংস্কারের কাজ করা হচ্ছে।”

সেই সঙ্গে এসি থেকে আগুন লাগার যে দাবি করা হচ্ছিল তা নস্যাৎ করে দেন বনমন্ত্রী। তিনি দাবি করেন, “শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে রিপোর্ট পাওয়া গেছে। তবে এসি থেকে আগুন লেগেছে বলে অনেকে যে ইঙ্গিত করেছিলেন তা সঠিক নয়।”