শ্রাবনের মঙ্গলে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain)। সকাল থেকেই মেঘলা আকাশে আর্দ্রতা জনিত অস্বস্তির পূর্বাভাস হাওয়া অফিসের। দু এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং শহরতলির বিভিন্ন জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে কিন্তু তাতে অস্বস্তি কমবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৩ সেলসিয়াস বেশি।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে রবিবার ফের বাড়বে বৃষ্টি। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জেলায়।










































































































































