Union Budget 2024: নতুন আয়কর কাঠামোয় কী ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর?

0
1

সপ্তম বারের জন্য লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। এবারও বঞ্চিত বাংলা। দেশের মূল সমস্যা সমাধানের কোনও সুরাহা মিললো না নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2024)। বেতনভুক কর্মচারীদের জন্য আয়করে কী ঘোষণা করেন অর্থমন্ত্রী সেদিকে লক্ষ্য ছিল গোটা দেশের।

এক নজরে দেখে নেওয়া যাক নতুন আয়কর কাঠামো

নতুন ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে ৫০থেকে ৭৫ হাজার টাকা করা হয়েছে

পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা

বার্ষিক ৩ লক্ষ টাকা আয় কোন কর দিতে হবে না

৩ থেকে ৭ লক্ষ টাকা আয়ে কর ৫ শতাংশ

৭ থেকে ১০ লক্ষ টাকা আয়ে কর ১০ শতাংশ

১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে কর ১৫ শতাংশ

১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ে কর ২০ শতাংশ

বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে ৩০ শতাংশ

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এনডিএ সমর্থিত জোট সরকারের প্রথম বাজেটে আয়কর সংক্রান্ত কোনও স্বস্তি মিললো না মধ্যবিত্তের। কার্যত অপরিবর্তিত রইলো পুরোনো কাঠামো। যদিও নির্মলা সীতারামনের দাবি এই স্ট্রাকচারে চাকরিজীবিদের বছরে নাকি কম করে ১৭ হাজার ৫০০ টাকা সাশ্রয় হবে।