ফের কি আইপিএল-এ নিজের পুরনো দলে ফিরতে চলেছেন দ্রাবিড় ? জল্পনা তুঙ্গে

0
2

সদ্য টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল থেকে সরে দাঁড়ান দ্রাবিড়। আর এরই মধ্যে জানা যাচ্ছে ফের একবার আইপিএল-এর এক ফ্র্যাঞ্চাইজির কোচ হিসাবে দেখা যেতে পারে দ্য ওয়ালকে। সূত্রের খবর, নিজেরই পুরনো দল রাজস্থান রয়্যালসে কোচিং করাতে পারেন তিনি।

এই নিয়ে এক ক্রিকেট কর্তা বলেন, ‘‘দ্রাবিড় এবং রাজস্থানের মধ্যে কথা চলছে। সব কিছু ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা হতে দেরি হবে না।” রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক নতুন নয়। রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন দ্রাবিড়। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ এবং আইপিএল প্লেঅফে নেতৃত্বও দিয়েছেন। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবে কাজ করেছেন তিনি।

সদ্য টি-২০বিশ্বকাপ জয়ের পরই মঞ্চে দাঁড়িয়েই নিজেকে ‘বেকার’ ঘোষণা করেছিলেন দ্রাবিড়। বলেছিলেন, জীবন আগের মতোই চলবে।তবে এখন সূত্রের খবর, আইপিএল-এ কোচের দায়িত্বে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে অশান্তি, ‘ভিভ কাঁদাতেন আমাকে’ : লারা