এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় দল। এদিন নেপালকে হারাল ৮২ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। ৮১ রান করেন তিনি। বল হাতে দাপট দীপ্তি শর্মার।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট শেফালি ভার্মার। ৪৭ রান করেন হেমালথা। ২৮ রান করেন রডরিগেজ। নেপালের হয়ে ২ উইকেট সিতা রানা মাগারের। ১ টি উইকেট কবিতা জোশির।
জবাবে ব্যাট করতে নেমে ৯৬ রানে গুটিয়ে যায় নেপাল। নেপালের হয়ে সর্বোচ্চ রান সিতা রানা মাগারের। ১৪ রান অধিনায়ক ইন্দু বার্মার। ১৭ রান বিন্দুর। ভারতের হয়ে তিন উইকেট দীপ্তি শর্মার। দুটি করে উইকেট অরুন্ধতী রেড্ডি এবং রাধা যাদবের। একটি উইকেট রেনুকা ঠাকুর সিং-এর।
আরও পড়ুন- শুরুর আগেই অলিম্পিক্সে কোভিডের হানা, আক্রান্ত দুই : সূত্র