ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন মানোলো মার্কেজ। ইগর স্টিম্যাচের ছেড়ে যাওয়া কোচের পদে বসেছেন এফসি গোয়ার এই কোচ। আর এবার মার্কেজকে শুভেচ্ছা জানালেন স্টিম্যাচ। সঙ্গে দিয়েছেন সতর্কবার্তাও। মার্কেজকে স্টিম্যাচ জানিয়েছেন, চলার পথ মোটেও সরল হবে না।
নিজের সোশ্যাল মিডিয়ায় স্টিম্যাচ মার্কেজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ ডিয়ার মানোলো, ভারতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ায় অভিনন্দন জানাই। এই জার্নি মোটেও সুগম হবে না। কিন্তু ভারতীয় ফুটবলারদের সঙ্গে তোমার কাজ করার অভিজ্ঞতা সব কিছু বলে দিচ্ছে। ব্লু টাইগার্সকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তুমিই যোগ্য ব্যক্তি। শুভেচ্ছা রইল বন্ধু।“স্টিম্যাচের জায়গায় তিন বছরের জন্য ভারতীয় কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন এফসি গোয়ার মানোলো। একাধারে তিনি জাতীয় কোচ। আবার আরেক পাশে তিনি এফসি গোয়ার কোচ।
View this post on Instagram
অপরদিকে , বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে টিম ইন্ডিয়া পৌঁছতে না পারায় বরখাস্ত করা হয় স্টিম্যাচকে।
আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সের আগে অবসরের ইঙ্গিত নাদালের