পাঁচ থেকে ছয় বার বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছে এই মতুয়া রাজবংশী পিছিয়ে পড়া মানুষরা। কিন্তু বিজেপি তাদের নাগরিকত্ব দেওয়ার বদলে নাগরিকত্ব কেড়ে নেওয়ায় সিলমোহর দিয়েছে আইনিগতভাবে সিএএ-র মাধ্যমে। বিধানসভায় দাঁড়িয়ে সোমবার এমনই অভিযোগ করলেন উপ নির্বাচনে জয়ী রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বিজেপি নয় যেটুকু উন্নয়ন হয়েছে তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর একটায় নব নির্বাচিত চার বিধায়কদের শপথ অনুষ্ঠান।
নবনির্বাচিত চার বিধায়ককেই সোমবার বিধানসভায় আসতে বলা হয়। বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর প্রথমদিন বিধানসভায় পা রেখে কিছুটা হলেও নার্ভাস। যদিও মাঠে খেলতে নেমে এগুলো ওভারকাম হয়ে যাবে বলেই তার দৃঢ় বিশ্বাস। আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই, তাদের আশীর্বাদই আমার কাছে কাজের অনুপ্রেরণা, সাফ জানালেন বাগদার বিধায়ক। যদিও শপথগ্রহণ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কেউই।প্রসঙ্গত, রাজ ভবনের আপত্তি সত্ত্বেও চারজন নতুন বিধায়ককেই মঙ্গলবার শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷